মানুষকে চেনা কতটা জরুরি?
মানুষ চেনা মনে হয় সারাজীবন এ ও শেষ হবে না,মনে হয় একজন মানুষ রে উন্মোচন প্রতিদিন ই করা যাবে।
যদি মানুষের মধ্যে যে সত্য সত্তা আছে তা নিরুপূন করতে পারেন তবে আপনি নিজেই বুঝবেন তাকে ছাড়বেন নাকি তার সাথে সম্পর্ক রাখবেন।
আর না হয় অনেক বিপদ এ পড়ে যেতে পারেন যা ধারনার বাইরে। মানুষের মধ্যে যে আসল রূপ থাকে তা সত্যি বিচিত্র, অদ্ভুত, অচেনা, হয়তো হিংস্র বা কোমল।