মানুষিক অশান্তি বা মন খারাপ থাকলে করনিয় কি কি?
মানুষিক অশান্তি বা মন খারাপ থাকলে করনিয় কি কি?
Add Comment
মানুষ অশান্তিতে থাকলে মনের শান্তি যেগুলোতে ফিরে সেগুলো করা উচিত। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মন আলাদা হয় ।তারা কিভাবে শান্তিতে থাকবে তার নিজেদেরকে ঠিক করতে হবে। তবে আমি বলবো এ সময় ভালো ভালো বই পড়ুন, ভালো গান শুনুন ,ভালো মুভি দেখুন, আর যতটা সম্ভব ঈশ্বরের আরাধনা করুন ।দেখবেন মন ভালো হয়ে যাবে ।না হলে কোথা থেকে ঘুরে আসুন। পরিবারের সাথে প্রিয় মানুষদের সাথে সময় কাটান ।