মানুষের আচরণ আরও ভালো করে বোঝার জন্য আমরা কী করতে পারি?
মানুষের আচরণ আরও ভালো করে বোঝার জন্য আমরা কী করতে পারি?
ছোটবেলায় একবার একজন খারাপ ব্যবহার করেছিলো, আমি হঠাৎ এমন ব্যবহারে বেকুব হয়ে গেলাম। আমি খুঁজতে শুরু করলাম, সে কেন আমাকে বকা দিলো। তাকে এক সপ্তাহ ধরে লক্ষ্য করতে থাকলাম, কি এমন করলাম। আমি মনে প্রাণে তা খুঁজে বের করতে চাইলাম। খুজতে-খুজতে, এর পর বন্ধু-বান্ধব, এলাকার মানুষ এদের লক্ষ্য করতে করতে আমি জীবনের ২৭ বছর কাটিয়ে দিলাম মানুষ নামক চিড়িয়া দেখে।
আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমার ২৭ বছর বয়সে আমি এখন পর্যন্ত সবচেয়ে বেশি কি করেছি, আমার উত্তর হবে আমি মানুষ দেখেছি। মানুষ খুবই ইন্টারেস্টিং প্রাণী। এদের লক্ষ্য করলে দেখবেন, এরা কতো অদ্ভত।
এতদিন মানুষ দেখে উপলব্ধি হয়েছে যে,
মানুষকে কোনদিনই বুঝে উঠা যায় না, কোনভাবেই না। মানুষ শুধু ধারণা করতে পারে, কি রকম হতে পারে ঐ মানুষটি।
মানুষের আচরণ কোনদিনই চিনে উঠা যায় না। কারণ উন্নত বুদ্ধিমত্তা। মানুষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তনেয়। ব্রেইন যখন যে পরিস্থিতেত সিকিউর ফিল করে তখন সে অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
তাই মানুষ নিজের অবস্থান থেকে প্রতিবার ভিন্ন ভিন্ন ঘটনায় ভিন্ন ভিন্ন আচরণ করে। সহজ করে বলতে গেলে, যখন যেটা সুবিধা হয় সেটাই করে।
মানুষকে চেনার জন্য কোন বই, পুস্তক আছে বলে আমি বিশ্বাস করি না। যে সকল বই-পুস্তক আছে যারা সাইকোলজি নিয়ে কথা বলে, সে সবে নানা তথ্য দেওয়া আছে মানুষ সম্পর্কে, যা পড়ে হয়তো জানা যায় মানুষ কেমন হতে পারে। কিন্তু কখনোই জানা যাবে না সে পরের ঘটনায় কি সিদ্ধান্ত নিবে। সেটা মানুষের একান্ত নিজের ব্যপার।
আসলে, বই পড়ে মানুষকে চেনা যায় না। মানুষকে চিনতে হলে পর্যবেক্ষণ করতে হবে। গভীর মনোযোগ দিয়ে মানুষকে দেখতে হবে। এভাবে দেখতে দেখতে একটা সময় হয়তো আপনি ধারণা করতে পারবেন যে, মানুষ আসলে কোন সময়ে কি করতে চায়, এটার সম্পর্কে একটা ধারণা পাবেন।