মানুষের কি পুনর্জন্ম হয়?
মানুষের কি পুনর্জন্ম হয়?মানুষের কি পুনর্জন্ম হয়?
Add Comment
এটি আসলে একটি দ্বান্দ্বিক প্রশ্ন। এর সরাসরি উত্তর করা বেশ কঠিন। আমাদেরেএই পৃথিবীতে অনেক ধর্মই আছে যেখানে পুনর্জন্মকে স্বীকার করা হয় আবার অনেক ধর্মই আছে যেখানে পুনর্জন্মকে অস্বীকার করা হয়। এমনকি এর প্রতি ন্যূনতম বিশ।বাস স্থাপন করাই ঈমান লঙ্ঘের সমতুল্য। তাই এই বিষয়টি এখনও প্রশ্নাতীত রয়ে গেছে। তবে বিজ্ঞানীরা এই বিষয়ে এখনও তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন।
পুরর্জন্ম বা rebirth / Regeneration বলতে মূলত বোঝায় একই আত্মার একই দেহে বা ভিন্ন দেহে পুনর্বার পৃথিবীতে আগমণ। তবে বৈজ্ঞানিক বিশ্লেষণে একই দেহের পুনর্বার আগমণ সম্ভব। কেননা একই টিস্যুর গঠনে একই চেহারার মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করতেই পারে। তবে একই আত্মার আগমণ আদৌ সম্ভব কি না তা ব্যাখ্যাতীত।