মানুষের কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করেন?
মানুষের কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করেন?
Add Comment
- আমি সর্বাগ্রে খেয়াল করি মানুষটি ধার্মিক,ধর্মান্ধ,উগ্র নাকি উদার! অর্থাৎ তিনি কোন ক্যাটাগরিতে বিলংস করেন,তা খেয়াল করি।
- আমি খেয়াল করি মানুষটি পরিপাটি,গোছালো ও ডিসিপ্লিনড কিনা।
- খেয়াল করি মানুষটির আচার-আচরণ সহনীয় কিনা।অর্থাৎ তিনি ভিন্নমত এবং ভিন্ন বিশ্বাসকে টোলারেট করতে পারেন কিনা।
- খেয়াল করি মানুষটির গোঁড়ামি,ধর্মান্ধতা এবং উগ্রতা রয়েছে কিনা।
- পরিচিত কিংবা অপরিচিত কারো সাথে দেখা হলেই আমি প্রথমত দুটি জিনিস খেয়াল করি— জুতা এবং মাথার চুল।
- খেয়াল করি মানুষটি তার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন এবং তার পরিবারের প্রতি কেমন মনোভাব পোষণ করেন।
- খেয়াল করি মানুষটি শিশুদের সাথে কীভাবে মিথস্ক্রিয়া করেন,শিশুদের প্রতি তার আচার-আচরণ কেমন।
- খেয়াল করি মানুষটি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন কিনা।
- খেয়াল করি তিনি বা মানুষটি সবজান্তার ভাব ধরেন কিনা।
- খেয়াল করি মানুষটির মধ্যে কোন কপটতা রয়েছে কিনা এবং তিনি কৌশলগতভাবে কোন কথা বাড়িয়ে বলেন কিনা।
- খেয়াল করি মানুষটির মধ্যে কুটনামির স্বভাব রয়েছে কিনা।কেউ কুটনামি করেন কিনা এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
- খেয়াল করি মানুষটি তেলবাজ এবং চাটুকার কিনা।এটিও আমি গুরুতরভাবে খেয়াল করি।
- খেয়াল করি মানুষটির জ্ঞানের পরিধি কতটুকু,তিনি কতটুকু জানেন।
- খেয়াল করি মানুষটি শিল্পমনা,উদার এবং প্রগতিশীল কিনা।এই পয়েন্টটি খেয়াল করলেই বোঝা যায় মানুষটি কেমন হতে পারে।
- খেয়াল করি মানুষটি ফ্যাশনেবল এবং স্টাইলিশ কিনা।
- খেয়াল করি মানুষটি সুবক্তা এবং নান্দনিক কিনা।
- খেয়াল করি মানুষটির মুখ্য উদ্দেশ্য কী!
- খেয়াল করি মানুষটি আসলে কী চান,তার মনের গভীরে কী চলছে,তা অবজার্ভ করার চেষ্টা করি।
- খেয়াল করি মানুষটি নিয়মিত দাঁত ব্রাশ করেন কিনা।অর্থাৎ তার দাঁত পরিষ্কার কিনা।এটি মোস্ট ওয়ান্টেড একটি পয়েন্ট।কারণ দাঁত পরিষ্কার না থাকলে কারো সাথেই কথা বলে শান্তি পাওয়া যায় না।
- খেয়াল করি মানুষটি কেমন পোশাক-আশাক পরেছেন;পোশাকের রং,স্টাইল,তাঁর রুচিবোধ সেসবও দেখি;কেমন দাম এবং কেমন ব্র্যান্ডের পোশাক পরেছেন,সেসবেরও একটা অনুমান করার চেষ্টা করি।
- খেয়াল করার চেষ্টা করি মানুষটির ভেতরে এখন কী চলছে,মানুষটি স্ট্রেসফুল কিংবা হতাশ কিনা অথবা তিনি উৎফুল্ল কিনা, সেটিও খেয়াল করার চেষ্টা করি।
- খেয়াল করি তার রাজনৈতিক আইডিওলজি কেমন।
- খেয়াল করি মানুষটির ভিতরে কোন অহংকার রয়েছে কিনা।
- খেয়াল করি মানুষটি সৎ, সত্যবাদী ও মানবিক কিনা।
- খেয়াল করি মানুষটি মিথ্যা বলছেন কিনা কিংবা কোন কথা লুকাচ্ছেন কিনা।
- খেয়াল করি মানুষটি নিজের ধর্মকে শ্রেষ্ঠ ও সেরা ভেবে অপর ধর্মকে হেয় করেন কিনা।
- খেয়াল করি মানুষটি নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চান কিনা।
- খেয়াল করি মানুষটি নারীবিদ্বেষী কিনা।
- খেয়াল করি মানুষটি আত্মবিশ্বাসী,সাহসী মর্যাদাশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন কিনা।
- খেয়াল করি মানুষটি হুজুগে,লাগামহীন এবং বেপরোয়া কিনা।
- খেয়াল করি মানুষটি কৃত্রিম কিনা,তিনি অভিনয় এবং ধাপ্পাবাজি করেন কিনা।
- খেয়াল করি মানুষটি বিশ্বস্ত এবং আস্থাশীল কিনা।
- খেয়াল করি মানুষটি রুচিশীল,মননশীল পরিমার্জিত এবং সংস্কৃতিমনা কিনা।
- খেয়াল করি মানুষটি কাকে পছন্দ করেন, কাকে পছন্দ করেন না।
- খেয়াল করি মানুষটি কি কি দেখেন,কি কি দেখেন না;কি কি পড়েন,কি কি পড়েন না।
- খেয়াল করি মানুষটি কোথায় যান,কার সাথে ঘোরাঘুরি করতে চান।
- খেয়াল করি মানুষটির স্বপ্নটা কী!
- খেয়াল করি মানুষটির শখ এবং আগ্রহ কী!
- খেয়াল করি মানুষটির হাতের মোবাইলটি কোন ব্র্যান্ডের।
- খেয়াল করি মানুষটি গায়ে কোন পারফিউম কিংবা সুগন্ধি মাখেন কিনা।
- খেয়াল করি মানুষটি কারো গোপনীয়তা লঙ্ঘন করেন কিনা।অর্থাৎ তার দ্বারা কারো কোন ক্ষতি সাধন হতে পারে কিনা।
বস্তুতপক্ষে আরো অনেক কিছুই আমি খেয়াল করি।সেসবের লিস্ট দিয়ে শেষ করা যাবে না।অতি দ্রুত কয়েকটি লিখে ফেললাম।
পুনশ্চ: তবে অনেক কিছু খেয়াল করলেও এটা একান্তই নিজের মতো করে খেয়াল করি।কাউকে বুঝতেও দেইনা।এবং কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা কাউকে বিরক্ত করেও এসব খেয়াল করার চেষ্টা করি না।একান্তই নিজের মতো করে অন্যকে অনুভব ও উপলব্ধি করার চেষ্টা করি।
তবে আড্ডা স্থলে কিংবা কারো সাথে সামনাসামনি কথা চালাচালির সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে অনেক কিছুই বোঝার চেষ্টা করি।