মানুষের কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
মানুষের কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
মানবজীবন রাগ অভিমান ও ভালোবাসা এই তিনটি বিষয় নিয়ে গঠিত। এই তিনটি বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি যা অন্যদের সাথে শেয়ার করি। কিন্তু এমন কিছু জিনিস যা কখনোই অন্যের সাথে শেয়ার করা উচিত নয়। সেগুলি হল;
১) উপার্জন: উপার্জনের কথা কাউকে বলো না কারণ এ থেকে ই বন্ধুত্ব নষ্ট ও মনো মালিন্যের দেখা দেয়।
২) সম্পর্ক নষ্ট: গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা স্বামী স্ত্রী এর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কথা কাউকে বলা উচিত নয়, কারণ এ থেকেই মানুষ বুঝতে পারে তুমি কতটুকু বিশ্বাসযোগ্য।
৩) ব্যক্তিগত সমস্যা: ব্যক্তিগত সমস্যা কাউকে বলা উচিত নয় কারণ এ নিয়ে লোক তোমার সাথে মজা করতে পারে। যেমন ধরো গোপন রোগ।
৪) আর্থিক সমস্যা: আর্থিক সমস্যার কথা সমাজে কারো কাছে বলা উচিত নয়। কারণ এতে লোক তোমার সহায়তা করবে না বটেই বরং তোমাকে নিয়ে তামাশা করবে। এতে তোমার সম্মান চলে যাবে এবং লোকের কাছে তোমার গুরুত্বও কমে যাবে।
৫) ব্যক্তিগত অপমান: ব্যক্তিগত অপমানের কথা সমাজে কারো সাথে শেয়ার করবেন না ,কারণ এতে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার এই দুর্বল পয়েন্ট দিয়ে তোমাকে অন্য দিন আঘাত করবে।।
৬) নিজের জীবনের লক্ষ্য গোপন রাখা উচিত। কারণ এতে নানা জনের নানা মত তোমার জীবনের উদ্দেশ্যকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে। তাই নিজের জীবনের উদ্দেশ্য সবসময় গোপন রাখুন।।