মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ কি?
মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ কি?
মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ কি? এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়, matter of debate। এক একজন এর কাছে এক একটা জিনিস হতে পারে। কারো কাছে সম্পদ, কারো কাছে বাবা মা, কারো কাছে তাদের চোখ বা শরীরের যে অঙ্গ নেই সেটা, আরো অন্যান্য জিনিস হতে পারে। অর্থাৎ মানুষ ভেদে এটা ভিন্ন ভিন্ন জিনিস হতে পারে। কিন্তু প্রকৃত অর্থেই যদি জিজ্ঞেস করা হয় সব থেকে মূল্যবান সম্পদ কি? আমার মতে সেটা হলো তার সময়। সময় এমন একটা জিনিস যার কোনো Substitute নেই। এ সময় যিনি ঠিক ভাবে ব্যবহার করতে পারবেন তিনি সফল হবেন, আর যিনি পারবেন না তিনি আফসোস আর অনুশোচনায় ভুগবেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, ধর্মীয় বিধান গুলো ঠিক ভাবে পালন এর মধ্যেই জীবনের সফলতা নিহিত। স্রষ্টার সন্তুষ্টি ই সব থেকে বড় সফলতা, সব থেকে বড় সম্পদ। এবং সেটা পাওয়ার জন্যও সময়ের পূর্ণ ব্যবহার করতে হবে। সুতরাং সব দিক বিবেচনা করলে সময়কেই সব থেকে মূল্যবান সম্পদ বলা যায়।