মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ কি?
মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ কি?
Add Comment
অনেকেই বলবে সময়। কিন্তু, আমি একটু অন্যভাবে চিন্তা করি৷ মানুষের সবথেকে মুল্যবান সম্পদ হলো তার বিচক্ষণতা। বিচক্ষণ মানে শুধু ভালো মন্দের পার্থক্য করতে পারা নয়৷ বরং, সেটি উপলব্ধি করার পর খারাপ কে বাদ এবং ভালোকে গ্রহন করার মত ক্ষমতা থাকতে পারা৷ তবেই, সময়টি হবে সবথেকে মুল্যবান। অন্যথায়, সময় অপচয় ছাড়া কিছুই নয়। আর যে সময় কোন কাজে আসে না। সেটা মুল্যবান বলা যায় না। আশাকরি উপকারে আসবে। ধন্যবাদ।