মানুষের জীবনে উদ্দেশ্য কি?
মানুষের জীবনে উদ্দেশ্য কি?
মানুষের জীবনের উদ্দেশ্য হলো: নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানো এবং সর্বদা আল্লাহর উপাসনা করা। আমি এখানে আল্লাহ বলতে শুধু মুসলমানদের বুঝাচ্ছিনা। আমি সকল ধর্মের মানুষদের বুঝাচ্ছি,জেনে রাখবেন হিন্দুদের ভগবান মুসলমানদের খোদা খ্রিষ্টানদের খ্রিষ্ট,সকলই একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। সকল মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে,সেই লক্ষ্যে পৌঁছানো মানব জীবনের উদ্দেশ্য। জেনে রাখবেন লক্ষ্যহীন জীবন আর কর্ণধারহীন তরুণী কোনো দিনই সার্থকতার তীর স্পর্শ করতে পারেনা। সার্থকতা মানে এই নয় যে নিজের জীবনকে সফল করা। সফলতা মানে এই নয় যে নিজের চাহিদা পূরণ করা। সফলতা মানে নিজের চাহিদা পূরণ করার সাথে অন্যের চাহিদাও পূরণ করা । আমি আজ জীবনকে সফল করার চারটি শর্ত তোমাদের সম্মুখে উপস্থাপন করবো।
জীবনকে সফল করার প্রথম শর্তটি হলো: সময়-
জীবনকে সফল করার প্রথম শর্তটি হলো সময়।জেনে রাখবেন সময় অপেক্ষা করেনা কাহারের জন্য।
আমাদেরকে অপেক্ষা করতে হয় তাহার জন্য ।
যেমনভাবে চাবি না থাকলে তালা খুলা যায়না, তেমনভাবে সময়কে মর্যাদা না দিলে জীবনকে সফল করা যায়না।
জীবনকে সফল করার দ্বিতীয় শর্তটি হলো: অলসতা।
জেনে রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
যেমনভাবে ডাক্তার রোগ ছড়ানোর জন্য রোগীকে ইঞ্জেকশন দেয়, তেমনভাবে শয়তান জীবনকে সফল না করার জন্য অলসতাকে ইঞ্জেকশন রূপে দেয়।
জীবনকে সফল করার তৃতীয় শর্তটি হলো: শিক্ষা।
জেনে রাখবেন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষাই তোমাকে সঠিক পথ দেখিয়ে দিবে।
যেমনভাবে একটা প্রাণীর ভেতর প্রাণ না থাকলে দেহটা মূল্যহীন, তেমনভাবে একটা মানুষের ভেতর শিক্ষা না থাকলে মানুষটা মূল্যহীন।
জীবনকে সফল করার চতুর্থ শর্তটি হলো: অহংকার।
জেনে রাখবেন অহংকার পতনের মূল।
যেমনভাবে ফলটি দেখিতে খুব সুন্দর কিন্তু পোকা বলে মূল্যহীন, তেমনভাবে মানুষটি দেখিতে খুব সুন্দর কিন্তু অহংকারী বলে মূল্যহীন।
যে তার জীবনে এই চারটি শর্ত মেনে চলবে সে অবশ্যই তার জীবনকে সফল করবে। আমি এই ছোট বর্ণনার মাধ্যমে জীবনের উদ্দেশ্য কি এবং তাতে পৌঁছানোর উপায় কি তা তোমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি, জানিনা কেমন হয়েছে তবে আশা করি ভালো লাগবে। ভুল হলে ক্ষমা করবেন কেননা মানুষ মাত্রেই ভুল।