মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন কতটা?
দুইবছর আগে ঢাকার একজন মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। আমি তখন ফেসবুকে রোমান্টিক ছোট গল্প লেখতাম আর সেই সুবাদে পরিচয় হয়েছিল আরকি। যদিও তিনি আমার দুইবছর সিনিয়র ছিলেন কিন্তু আমরা ফ্রেন্ডের মত ছিলাম। গত কয়েক মাস আগে তিনি জানালেন যে উনার চার হাজার টাকার আর্জেন্ট প্রয়োজন। তার বন্ধু-বান্ধবদের কাছে হেল্প না পেরে অবশেষে আমাকে বলেছিলেন। তখন আমার কাছে ছিল মাত্র দুইহাজার টাকা। পরে আমি ওই মেয়ে বান্ধুবীকে (যদিও তিনি সিনিয়র ছিলেন) দুই হাজার টাকা দিয়েছিলাম। পরে টাকা ব্যাক করেছিলেন!!!
বাকি দুইহাজার টাকা জোগাড়ের জন্যে আমার ফ্রেন্ড সার্কেলে যত বন্ধু ছিল সব বন্ধুদের বলেছিলাম যে, আমার দুই হাজার টাকার আর্জেন্ট প্রয়োজন তাই টাকা দিতে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো কেউই রেসপন্স করে নি। অনেকে মেসেজ সিন করে রিপ্লাই দেয় নি।