মানুষের জীবনে শান্তি নেই কেন?
মানুষের জীবনে শান্তি নেই কেন?
Add Comment
পৃথিবীতে শান্তি বলতে কোন কিছুই নেই যে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করাটাই হল শান্তি। যে শুকরিয়া আদায় করতে জানে তার ভিতরে আল্লাপাকের রহমত বর্ষিত হয়। তার জীবনে শান্তি সুনিশ্চিত। পৃথিবীর সব সম্পদ যদি কাউকে লিখে দেয়া হয়। যদি তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন। এবং কি তার শারীরিক অসুস্থ থাকে তাহলে তার জীবনের শান্তি কামনা করা যায় না। শান্তি হচ্ছে আল্লাহ পাকের দেয়া দানের জিনিস। কারো জীবনের শান্তি হবে যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে কষ্টের মাঝেও বলবে আলহামদুলিল্লাহ তারই নাম শান্তি। পৃথিবীতে শান্তি বলতে নাই রে কিছু নাই। কিসে শান্তি খুঁজে মানুষ ভবের দুনিয়ায়।