মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি?
মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি?
মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস আমার মতে ঈমান ও আমল। ঈমান না থাকলে আপনি মুসলমান হতে পারবেন না আমল না করলে আপনি জান্নাত পাবেন না।
এমন এমন কাজ আছে যেগুলো করলে ইমান চলে যায় আবার এমনও কাজ আছে যা করলে আমলনামা নষ্ট হয়ে যায়।
ইমান ভেঙে যাওয়ার কারণ ১০ টি
১) আল্লাহর সঙ্গে শরিক করা
২) নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী নির্ধারণ করা
৩) মুশরিক-কাফেরদের কাফের মনে না করা
৪) নবীজি (স.)-এর ফায়সালার তুলনায় অন্য কারও ফয়সালাকে উত্তম মনে করা
৫) মুহাম্মদ (স.)-এর আনিত কোনো বিধানকে অপছন্দ করা
৬) দীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা
৭) জাদু করা
৮) মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা
৯) কাউকে দীন-শরিয়তের ঊর্ধ্বে মনে করা
১০) দীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।
সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন।