মানুষের জ্ঞান কিভাবে বাড়ে?
বিষয়টি বোঝানোর আগে আপনাকে ইনপুট এবং আউটপুট এর ব্যাপারটা বুঝতে হবে এবং কম্পাউন্ড ইফেক্ট বা চক্রবৃদ্ধির প্রভাব নামে আরেকটি বিষয় আছে সেটিও বুঝতে হবে।
ইনপুট অর্থাৎ আমরা যা কিছু শিখতে চাই সেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে প্রবেশ করতে থাকে এবং যদি আমরা সেই বিষয়ের উপরে আগ্রহী হয়ে আরও গভীর কিছু জানতে চাই তাহলে সেখানে চক্রবৃদ্ধির প্রভাব এর সাহায্যে জ্ঞান বৃদ্ধি পেতেই থাকে।
উদাহরণ হিসেবে আপনি যদি আত্মউন্নয়ন বিষয়ক বই পড়া শুরু করেন তাহলে প্রথম তিন মাস হয়তোবা আপনি 20টা বই পড়ে শেষ করলেন এটা হচ্ছে ইনপুট হিসাবে বইয়ের কনটেন্টগুলো আপনার মনের মধ্যে প্রবেশ শুরু করবে অর্থাৎ আপনার জ্ঞান আপনার মনের মধ্যে প্রবেশ করছে এবার কম্পাউন্ড ইফেক্ট এর মাধ্যমে এটা বৃদ্ধি পেতে থাকবে।
যেমনটি হয় 1+2+4+8+16+32+64+128+265 – – – – – – – – – – – – – – অসীম
আত্ম উন্নয়ন বিষয়ক এমন এমন কিছু বিষয় থাকবে যা আপনার জ্ঞানের ভান্ডার কে পাহাড় সমতুল্য করে তুলবো অর্থাৎ চক্রবৃদ্ধির প্রবৃদ্ধি ঘটবে।
কিন্তু বিষয়টি তখনই হবে যখন আপনি নিয়মিত ভাবে এই জ্ঞানচর্চা করতেই থাকবে অর্থাৎ আজকে আপনি বই পড়া শুরু করলেন এবং আগামী তিন সপ্তাহ সেটাকে নিয়মিত করলেন না তাহলে সে ক্ষেত্রে এভাবে চক্রবৃদ্ধির জ্ঞান অর্জন কাজ করবে না
ইনপুট আউটপুট এবং চক্রবৃদ্ধির এই পদ্ধতি শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য না, মানব জীবনের যেকোনো কিছুর সাথেই প্রযোজ্য।
এই চক্রবৃদ্ধির প্রবৃদ্ধির কলাকৌশলটিকে ব্যবহার করে আপনি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার উন্নতি সাধন করতে পারবেন।
থিওরিটিক্যাল ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইনের বলেছেন “কম্পাউন্ড ইফেক্ট হলো অষ্টম আশ্চর্য”
আমি ব্যক্তিগতভাবে এই কম্পাউন্ড ইফেক্ট কে অনেক শক্তিশালী একটি ইফেক্ট মনে করি আর এই ইফেক্ট এর কারণে আমি আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করতে পেরেছি।