মানুষের মত কি অন্যান্য প্রাণীরাও আত্মহত্যা করতে চায়?
মানুষের মত কি অন্যান্য প্রাণীরাও আত্মহত্যা করতে চায়?
Add Comment
মানুষের মত অন্যান্য প্রাণীরও যেমন শ্বাস প্রশ্বাস চলে, খাওয়া দাওয়া করে, সঙ্গীর বিয়োগে কষ্ট পায় সেহেতু স্বাভাবিকভাবেই ধরে নেয়া যেতে পারে যে মানুষের মতও তারা হয়ত আত্মহত্যা করতে চায় বা করে বলে এমনটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে। কেননা দেখা যায় যে, কোনো প্রাণী তার সঙ্গীর বিয়োগে খাওয়া দাওয়া ছেড়ে দেয় বা একেবারে নিঃশেষ হয়ে যায়। এ থেকে ধারণা করা যায় যে, তারা সঙ্গীর বিয়োগে কষ্ট পাচ্ছে। তবে আত্মহত্যা করার মত কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা এমনটা ঘটতে পারে না বলে জানিয়েছেন কতিপয় বিজ্ঞানী। এর বিপরীতে যারা যুক্তি প্রদান করে বলেন যে, এর মূখ্য কারণ হল প্রাণীরা মৃত্যু বিষয়টির সাথেই পরিচিত না। মানুষ যেমন বিভিন্ন গবেষণার মাধ্যমে মৃত্যু বিষয়টি সম্পর্কে জ্ঞাত প্রাণীরা এই বিষয়ে জ্ঞাত না। এ কারণে তারা আত্মহত্যা বিষয়টির সাথেও পরিচিত না। ফলে প্রাণীরা মানুষের মত আত্মহত্যা করে না বা করতে পারে না। ধন্যবাদ