মানুষের মন জয় করার উপায় কী?
আমি বেশি কিছু বলছি না, কয়েকটি উপায় বলছি এগুলো করলে সবার মন জয় করতে পারবেন…..
প্রথমতঃ বলবো ভগবান আজ পর্যন্ত কখনও সবার মন যেখানে জয় করতে পারে নি, সেখানে আমারা তো শুধুই মানুষ মাত্র, আমরা কি ভাবে পারবো তাহলে……
তবুও বলছি,
কোন মানুষের যতোই উপকার করো না কেন, একদিন বদনাম পেতেই হবে।
কোন মানুষকে যতোই দাও না কেন, একদিন না দিলে তার কাছে একশো দিন না দেওয়ার সমান হবে।।
কোন মানুষকে যতোই নিঃশর্ত ভাবে ভালোবাসো না কেন, একদিন একটা ভুলের জন্য তোমাকে সারা জীবন ভুল বুঝবে……
তুমি তখনি তার মন জয় অথবা সবার মন জয় করতে পারবে, যখন তোমার নিজের আত্মসন্মান বলে কিছু থাকবে না, যখন তুমি তাকে অথবা তাদের সব কথা মেনে নেবে, যখন কোন প্রতিবাদ করবে না, যখন তুমি তাকে তেল মারতে পারবে, যখন সে অথবা তারা যেটা বলবে সেটাই সঠিক বলে গ্ৰহন করবে….