মানুষের মন জয় করার উপায় আছে কি?
মানুষের মন জয় করার উপায় আছে কি?
পৃথিবীতে তিন ধরনের মানুষ হয়।
১)রাগি।
২) অভিমানী।
৩) মিশুক।
এই তিন ধরনের মানুষের মন জয় করার উপায় গুলি হল:
১) হাসি: নিজেকে আয়নার সামনে দাঁড় করান। দেখুন আপনাকে রাগলে কেমন লাগে। অভিমানী মোডে কেমন লাগে। আবার হাসলে কেমন লাগে। তাই আমার পরামর্শ হলো যখন অন্যের সাথে কথা বলবেন তখন মুচকি হাসি দিয়ে কথা বলুন।
২) মেয়ে হলে রূপের প্রশংসা করো। যেমন ধরো:
ওহে মিষ্টি,
গায়ে দিয়েছিস যে বেনারসি,
আমি যে তোর প্রেমে পড়ে গেছি।
দেখিলে তোমার মুখ,
ছিড়ে যায় আমার বুক।
কোনো কবি পাইলে তোমার ছোঁয়া,
লিখিতো তোমায় নিয়ে হাজারো কবিতা।
ইত্যাদি এমন কথা বলুন যার দ্বারা সে ইমপ্রেস হয়।
৩) তাকে সব সময় রাগানোর চেষ্টা করো। যেমন ধর:
একটা মেয়ে দেখলেন, তাকে বললেন।
তুমি: ওহে আপু।
মেয়েটি: ওই শালা তোর কোন জন্মের আপু লাগি।
তুমি:সরি!সরি! খালাম্মা।
মেয়েটি:( কলার চেপে )এই কুত্তা, হনুমান, বান্দর আজ তোকে তো মেরেই ফেলবো।
তুমি:এই কান ধরলাম (ন্যাকা কান্না করে) আর বলবো না ভাবী।
মেয়েটি:(ঠাস ঠাস)এই সীমা দে বল।
তুমি:কিঃ চুম্মা দেবো, উম্মা।
আমি শিওর তোমার জন্য মেয়েটির মনে ফিলিংস তৈরি হবে। এভাবেই তার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করো।
৪) সে কষ্ট পেলে তুমি এমন বান করো যেন তুমি অনেক ব্যাথা পেয়েছো। যেমন ধরো তোমার এক চেনা পরিচিত মেয়ে হোঁচুট খেয়ে পড়ে গেল। তুমি গিয়ে মেয়েটিকে বলো।
তুমি: আহ মিষ্টি তুই ব্যাথা পেয়েছিস, কোথায়? হাতে না পায়ে, গালে না কপালে (অস্থির হয়ে)।
মেয়েটি: একটু (বলেই উঠে যেতে লাগলো)।
তুমি তাকে উটতে না দিয়ে কোলে নেওয়ার চেষ্টা করো।
মেয়েটি: আঃ বাবুল কি করছিস।
তুমি: চুপ! কোন কথা না। বলেই কোলে তুলে নাও। এভাবে করলে তোমার প্রতি মানুষটির ফিলিংস তৈরি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।