মানুষের শরীরের চোখ ও কিডনি বাদে কি আর কিছু দান করা যায়?
মানুষের শরীরের চোখ ও কিডনি বাদে কি আর কিছু দান করা যায়?
Add Comment
মেডিকেল কলেজে পুরো দেহ দান করা যায়। তবে সেটা স্বাভাবিক মৃত্যু হতে হবে এবং এই ব্যাপারে আইনানুগভাবে ঘোষণা দিতে হবে আগে থেকে। কোনো অপমৃত্যু হলে আপনার দেহ পুলিশ এর অনুমতি ছাড়া দাফন করতে দেয়া হবে না .এবং সেক্ষেত্রে আপনার পোস্টমর্টেম হবে।