মানুষ আজ কেন এতো অসুস্থ?
মানুষ আজ কেন এতো অসুস্থ?
Add Comment
মানসিক স্বাস্থ্য সুরক্ষার টিকাকরণ এখনো বোধহয় আবিষ্কার হয়ে ওঠেনি বলে মানুষ আজ শরীরের চেয়েও মানসিকভাবে বেশি অসুস্থ। শারীরিক অসুস্থ মানুষদের সহজেই চেনা যায় কিন্তু আমার আপনার আশেপাশের বহু মানসিক অসুস্থ মানুষেরা ঘুরে বেড়াচ্ছেন । এরা সত্যিই বড় অসহায় কারণ এরা নিজেরা নিজেদের ব্যাধি সংক্রামিত করছেন অসুস্থ চিন্তা ভাবনার বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে। এভাবেই মানসিক ব্যাধিগ্রস্থ মানুষরা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে ধীরে ধীরে প্রভাবিত করে চলেছেন ক্রমশ ও অসুস্থ হওয়ার দিকে। স্বাভাবিক মানুষ এভাবেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। সত্যিই যদি একটা সারা পৃথিবীব্যাপী একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলত, কি ভালই না হতো!