মানুষ কত দিন কিছু না খেয়ে বাচতে পারে?
মানুষ কত দিন কিছু না খেয়ে বাচতে পারে?
Add Comment
এটি মূলত নির্ভর করে একজনের স্বাস্থ্য , পারিপার্শ্বিক অবস্থা , শরীরের পানির চাহিদা এবং অন্যান্য বিভিন্ন জিনিসের উপর, যেমন উষ্ণ আবহাওয়া , আঘাত বা রক্তক্ষরণ ইত্যাদি । তবে , একজন সুস্থ সবল স্বাভাবিক ওজনের মানুষ যদি এমন পরিস্থিতিতে পড়ে, তবে পানি ও খাদ্য ছাড়া বাঁচতে পারবে মাত্র ১০ থেকে ১২ দিন । আর, শুধু পানি ছাড়া বাঁচতে পারবে ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত ।