মানুষ কেন আগের চেয়ে বেশি সন্দেহপ্রবন হচ্ছে?
বিশ্বাসের সংকটের কারণে। দেখুন আগেরকালে, অন্ততঃ ২০-৩০ বছর আগেও যেকেউ নিরুদ্দেশ হতে পারতো, চিঠি পৌঁছাতেই সপ্তাহখানেক লেগে যেত। কিন্তু বর্তমানে মুহূর্তেই কারো খবর নেয়া যায়। এটি দূরত্ব কমালেও বিশ্বাসের প্রতি একটি ভালোই চ্যালেঞ্জ জানিয়েছে। এছাড়া প্রত্যেক ব্যক্তির পারিবারিক শিক্ষা, শৈশব এবং জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে দুঃখজনক অভিজ্ঞতা সন্দেহপ্রবণতাকে বাড়িয়ে দেয়।
সন্দেহপ্রবণতা আগেও ছিল। তবে এখন যাচাইয়ের কষ্টিপাথর সহজলভ্য হওয়ায় বেশ চোখে পড়ছে এই যা!
বিশ্বাসের সংকটের কারণে। দেখুন আগেরকালে, অন্ততঃ ২০-৩০ বছর আগেও যেকেউ নিরুদ্দেশ হতে পারতো, চিঠি পৌঁছাতেই সপ্তাহখানেক লেগে যেত। কিন্তু বর্তমানে মুহূর্তেই কারো খবর নেয়া যায়। এটি দূরত্ব কমালেও বিশ্বাসের প্রতি একটি ভালোই চ্যালেঞ্জ জানিয়েছে। এছাড়া প্রত্যেক ব্যক্তির পারিবারিক শিক্ষা, শৈশব এবং জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে দুঃখজনক অভিজ্ঞতা সন্দেহপ্রবণতাকে বাড়িয়ে দেয়।
সন্দেহপ্রবণতা আগেও ছিল। তবে এখন যাচাইয়ের কষ্টিপাথর সহজলভ্য হওয়ায় বেশ চোখে পড়ছে এই যা!