মানুষ কেন আশা করে?
শত শত বছর আগের খ্রিস্টিয় রাজ্য ইতালির কথা।
সেদেশের পোপ ঘোষণা করলেন যে সেখানকার সব ইহুদিকে হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, অথবা ইতালি ছাড়তে হবে। ইহুদিরা তীব্র আপত্তি প্রকাশ করল। তখন তিনি একটি বিকল্প প্রস্তব দিলেন। তা হল যদি কোনও ইহুদি ধর্মগুরু তাঁকে ধর্মীয় তর্কে হারাতে পারেন, তাহলে তারা ইতালিতে থাকতে পারবে।
ইহুদিরা এতে রাজী হল ও তাদের একজন বৃদ্ধ ও জ্ঞানী রাব্বীকে এই তর্কের জন্য মনোনীত করল। কিন্তু সমস্যা দেখা গেল যে এই রাব্বী ইতালিয়ান জানেন না, আবার পোপও হিব্রু জানেন না। তখন ঠিক হল তাঁরা ইশারায় বাহাস করবেন।
নির্ধারিত দিনে উন্মুক্ত মাঠে বিতর্ক শুরু হল, হাজার হাজার লোক, ক্যাথলিক ও ইহুদীর ভীড় করে তা দেখতে লাগল। ঠিক হল তিনটা রাউন্ডে তর্ক হবে।
পোপ তর্ক শুরু করলেন। তিনি তিন আঙুল উঁচু করে একটা ইশারা করে।রাব্বী এর উত্তরে এক আঙুল উঁচু করে দেখালেন। প্রথম রাউন্ড শেষ।
এরপর পোপ তাঁর হাতটি নিজের মাথার চারিদিকে ঘুরিয়ে আনলেন।উত্তরে রাব্বী হাত দিয়ে মাটির দিকে ইশারা করলেন।
এই দু্ইটা রাউন্ড শেষে পোপকে একটু ক্লান্ত দেখালো। তিনি এক বাটি বাতাসা ও এক বোতল আঙুরের রস বের করলেন। এটা দেখে রাব্বী একটি আপেল বের করলেন।
এর পরপরই পোপ ঘোষণা করলেন যে তিনি পরাজয় স্বীকার করছেন ও ইহুদীরা ইতালিতে থাকতে পারবে। তিনি রাব্বীর সাথে হাত মিলিয়ে তাঁকে অভিনন্দন জানালেন।
তর্ক শেষে সবাই যখন বিদায় নিচ্ছিল, পোপের লোকজন বিমর্ষ হয়ে তাঁকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল, কেন তিনি পরাজয় স্বীকার করলেন। পোপ উত্তরে বললেন––
“প্রথমে আমি তাঁকে তিন আঙুল দেখিয়ে আমাদের পবিত্র ট্রিনিটি বা ত্রিত্ববাদ বুঝিয়েছিলাম। এর উত্তরে তিনি এক আঙুল দেখিয়ে বোঝালেন যাই হোক না কেন তাঁদের ও আমাদের ঈশ্বর এক।
এর পর আমি নিজের মাথার চারদিকে হাত ঘুরিয়ে বোঝালাম, ঈশ্বর আমাদের চারদিকে আছেন। আর রাব্বী মাটির দিকে ইশারা করে বোঝালেন যে ঈশ্বর এখানে এই মাঠেই আমাদের সাথেই আছেন।
এরপর আমি বাতাসা আর ফলের রস বের করে বোঝাতে চাইলাম, ঈশ্বর মানুষদের ক্ষমা ও আশীর্বাদ করেছেন। আর তিনি আপেল বের করে স্মরণ করিয়ে দিলেন মনুষ্য জাতির আদি পাপের কথা। এরপর আমরা হার না মেনে উপায় ছিল কি?”
এরপর ইহুদীরা রাব্বীকে জিজ্ঞাসা করল–– কি আলোচনা হয়েছিল, কিভাবে তিনি জিতলেন। রাব্বী বললেন তাঁর নিজেরই ধারণা নেই কেন পোপ হার মানলেন––
“প্রথমে তিনি আমাকে বললেন তিন দিনের মধ্যে ইতালি ছাড়তে হবে। আমি এক আঙুল দেখিয়ে তাকে উপহাস করলাম।
এরপর তিনি মাথার চারিদিকে হাত ঘুরিয়ে ইশারায় বোঝাতে চাইলেন যে ইতালি থেকে ইহুদীদের ঝেঁটিয়ে বিদায় করবেন। আর আমি বোঝালাম এই মাটি আমাদের, তাই মাটির দিকে ইশারা করেছিলাম।
এরপর তিনি সম্ভবত ক্লান্ত হয়ে কিছু খাবার বের করলেন, আমিও আমার সাথে থাকা আপেলটি বের করলাম।”
এটি একটি সংগৃহীত ঘটনা তবে এ থেকে বুঝতেই পারছেন কোন পরিস্থিতিতেই আশা হারানো ঠিক হবে না কারণ আপনার আশাবাদী কার্যক্রম বিপদ থেকে উদ্ধার করতে পারে।