মানুষ কেন গালি দেয় ?
- বাস্তবতা হল বেশিরভাগ মানুষই আসলে শান্তিতে নেই।তাইতো টুকটাক গালি সকলেই দেয়।
- কিছু কিছু ক্ষেত্রে মানুষ গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।
- প্রিয় মানুষের কাছ থেকে কাজ আদায়ের জন্যও মানুষ গালি দিয়ে থাকে।
- অন্যকে ভীতসন্ত্রস্ত করাও গালি দেওয়ার অন্যতম উদ্দেশ্য।
- গালি একটি সংক্রামক ব্যাধির মতো।অভ্যাসগত কারণে মানুষ গালি দিয়ে থাকে।
- অনেকে গালাগালি করে পিনিক পান।
- কিছু কিছু ক্ষেত্রে গালাগালিতেও মজা আছে। ব্যাপক বিনোদনও রয়েছে এতে।
- সর্বোত্তম সুখ সাধনেও গালি ব্যবহৃত হতে দেখা যায়।
- এমনও দেখেছি গালি খেয়ে অনেকে সুখ পান,অনেকে পুলকিতও হন।
- গালি দেয়ার মুখ্য উদ্দেশ্য মূলত নিজের তৃষ্ণা,বিতৃষ্ণা,রাগ,ক্ষোভ ও সুখানুভূতির বহিঃপ্রকাশ ঘটানো।