মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কি আবেগ আছে?
মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কি আবেগ আছে?
Add Comment
মানুষের কণ্ঠে সৃষ্ট আবেগ অনুভূতিময় শব্দ— হাসি, কান্না ও চিত্কার চেঁচামেচি এবং কুকুরের উত্তেজিত চিত্কারের শব্দ মস্তিষ্কের একই রকম বিশেষ জায়গায় (প্রাইমারি অডিটরি কর্টেক্স) সক্রিয়তা তৈরি হয় মানুষ ও কুকুরের ক্ষেত্রে। হাঙ্গেরির গবেষক দলের প্রধান বলেন, ‘এটা সবারই জানা ছিল যে, কুকুরেরা তার মালিকের আবেগ অনুভূতি বুঝতে পারে এবং পোষা কুকুরের প্রতি নিবেদিত মানুষেরাও কুকুরের আবেগের প্রতি সচেতন থাকেন।’ মানুষ ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কেবল কুকুরের মধ্যেই আবেগ লক্ষ করা যায়।