মানুষ জানার পরেও কেন এতো গুনাহ করে?
১. অহংকার।
২. লালসা।
৩. হিংসা।
দুনিয়ায় এমন কোনো গুনাহ/পাপ কাজ নেই যার উৎপত্তি ঘটেনা এই তিন জিনিসের কোনোটি ব্যতিত। যদি থেকে থাকে তবে কমেন্ট বাক্স আপনার জন্যে খোলা
আর এসব একটি মানুষের মধ্যে বিদ্যমান থাকার কারণেই মানুষ নিজের অজান্তেই অনেক সহজেই গুনাহে লিপ্ত হয়ে যায় এবং যার পিছনে উৎসাহ প্রদান করে থাকে শয়তান।
আল্লাহ বলেন — হে বনী আদম! শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে- যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল, সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল । নিশ্চয় সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে, তোমরা তাদেরকে দেখতে পাও না। আমি শয়তানগুলোকে সেই সব লোকদের অভিভাবক বানিয়ে দিয়েছি, যারা ঈমান আনেনা, ঈমানের পথে চলেনা — সূরা ৭ (আল আ’রাফ : আয়াত ২৭)
এবং আল্লাহ তা’আলাই আমাদের জন্য আশ্রয়স্থল।