মানুষ নাক ডাকে কেন এবং এটা কিভাবে প্রতিকার করা যায়?
মানুষ নাক ডাকে কেন এবং এটা কিভাবে প্রতিকার করা যায়?
Add Comment
মানুষের মুখের ভিতর কোমল তালীয় বা আলাজিভ বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে গলা বা নাসারন্ধ্র বাতাসে প্রকম্পিত হয়। আর এই প্রকম্পনের ফলে মানুষের নাক ডাকে।
এটি থেকে প্রতিকারের উপায়ঃ
১) ভালোভাবে শুতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
২) ঘুমানোর আগে বালিশ একটু উচু করে নিতে হবে।
৩) আর সব সময় সাবধানে থাকতে হবে।