মানুষ বিয়ে করে কেন?
বংশবৃদ্ধি মূল কারণ হলেও সামাজিক কারণে বিয়ে একটি প্রয়োজনীয় বিষয়। পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে এই প্রথাটি চালু নয় শুধু মানুষের মাঝেই বিয়ে প্রথাটি চালু। কেননা মানুষ একটি সামাজিক জীব এবং সামাজিক বিভিন্ন রীতিনীতির মাঝে বিয়ে একটি রীতি যার মাধ্যমে শুধু দুটি মানুষ নয় দুটি পরিবারের মিলন ঘটে। আর এর ফলে বংশানুক্রমে জনসংখ্যা বৃদ্ধি ঘটে।
একবার ভেবে দেখুন বিয়ে নামক এই প্রথাটি যদি সমাজে না থাকত এবং মানুষ যদি শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য যত্রতত্র শারীরিক মিলন করত তাহলে এর অবস্থাটা কেমন হত। এর ফলে সারা পৃথিবী জুড়ে অরাজকতা বিরাজ করত এবং একে অন্যের সাথে দাঙ্গায় মেতে উঠত। এসব কিছু যেন না হয় সেজন্য মানুষ সমাজ নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে বিয়ে নামক রীতির মাধ্যমে একজন নারী ও একজন পুরুষ ধর্মীয় মতে স্বামী স্ত্রী হবেন। ফলে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করেই তারা বংশবৃদ্ধি করে থাকে। সামাজিক এবং পারিবারিকভাবে শান্তি বিরাজমান করার নিমিত্তেই মানুষ বিয়ে করে থাকে। ধন্যবাদ