মানুষ ভ্রমণ করতে চায় কেন?
- ভ্রমণ হল ডাল- ভাতের জীবনে বিরিয়ানির মতো। ভ্রমনের প্রধান উদ্দেশ্যই দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানো। একটু অন্যরকম স্বাদের ঘ্রানে বাঁচা।
- ২) ভ্রমণ যেমন একদিকে রোজের সাদামাটা জীবনকে একটু বিশেষ করে তোলে তেমনি আবার অন্যদিকে এই সাদামাটা জীবনের অসাধারনত্ব বুঝতে সাহায্য করে। যেমন পরপর কয়েকদিন বিরিয়ানি খেলে মায়ের হাতের ডাল-ভাত মনে পড়ে।
- ৩) ভ্রমনের উদ্দেশ্য অনেকসময় শিক্ষাকেন্দ্রীকও হতে পারে। বই-এ পড়া বা মানচিত্রে দেখা কোন জায়গাকে বাস্তবে চাক্ষুস করার উদ্দেশ্যেও ভ্রমন করতে চায়।
- ৪) ভ্রমনের অন্যতম উদ্দেশ্য আত্মবিশ্বাস বাড়ানো। নতুন লোকের সাথে মেশা, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, নতুন ভাষার সাথে পরিচয় মানুষকে নিজের সম্পর্কে আরও জানতে সাহায্য করে।
- ৫)পূন্যঅর্জন বা তীর্থস্থান দর্শনের উদ্দেশ্যেও অনেকে ভ্রমন করতে চান।
- ৬) কিছু বিশেষের টানেও অনেকে ভ্রমন করতে চায়। যেমন জয়নগরে মোয়ার টানে, শক্তিগড়ের ল্যাংচার, বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিসের এরকমই আরও।