মানুষ মরে গেলে পচে যায় আর বাঁচলে বদলায় কেন?
মানুষ মরে গেলে পচে যায় আর বাঁচলে বদলায় কেন?
Add Comment
মানুষের রূপান্তর জীবিত অবস্থায়ই হয়।আর একবার পরিবর্তন মৃত্যুর পরে দেহটা পঁচে যায় এবং সেটা মাটির সাথে মিশে যায়, অন্য শক্তিতে রূপান্তর হয়।
কিন্তু মানুষ কে স্রষ্টা এমন করে সৃষ্টি করেছেন,সে তার প্রয়োজন অনুসারে তার জ্ঞান, বুদ্ধি, মেধা কে কাজে লাগায় তার সব থেকে ভালো কিছু করতে। আর ভালো করার আপ্রাণ চেষ্টা যেন তাকে নদীর গতিপথের মতো বাঁকে বাঁকে পাল্টে যায়। আর আমরা আশেপাশের মানুষের কাছে মনে হয়,, সে পাল্টে গেছে। সে সার্থপর!!
সত্যি এটাই হয়।কিছু করার নাই। মানুষের অনেক লড়াই করে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়।আর কালের স্রোতে হারিয়ে যাওয়া জীবন তো ব্যর্থ।তাই মানুষ বদলায়। বদলাতে হয়।আচরণে- আবরণে – ক্ষনে ক্ষনে।