মানুষ রূপের চেয়ে ব্যক্তিত্বের প্রেমে বেশি পড়ে কেন?
কথাটি সর্বতোভাবে সত্য নয়;বরং বেশিরভাগ মানুষই বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়ে থাকেন।অনেকে হটনেস এবং সেক্সিনেসের প্রেমে পড়ে থাকেন!ব্যক্তিত্বের প্রেমে পড়তে খুব কদাচিৎই দেখা যায়।সমাজের বেশিরভাগ মানুষই যেহেতু হুজুগে,তাই বিয়ের ক্ষেত্রে তারা শরীরকেই প্রাধান্য দেয়।
তবে দিন অবশ্য এখন বদলেছে!মানুষ ব্যক্তিত্বেরও প্রেমে পড়তে শুরু করেছে ।তবে তা সংখ্যায় অতি নগন্য।বেশিরভাগ ক্ষেত্রে সমাজের সচেতন মহল এবং বুদ্ধিজীবি মহলই ব্যক্তিত্বের প্রেমে পড়ে থাকেন!আর বাকিরা বাহ্যিক সৌন্দর্যের পেছনেই ছোটাছুটি করছেন।
তবে কে ব্যক্তিত্বের প্রেমে পড়বেন আর কে বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়বেন,এটা যার যার ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে কোনটা উচিত কিংবা কোনটা উচিত নয়,তা নির্ধারণ করতে যাওয়া বোকামি।উপরন্তু অনেককে তো এ-ও দেখা যায়,তারা ব্যক্তিত্ব এবং বাহ্যিক সৌন্দর্য- এ দু’য়ের সংমিশ্রণে কার্যকর সিদ্ধান্তে উপনীত হন।