মানুষ হিসেবে নিজেকে ঠিক কোন সময় খুব অসহায় মনে হয়? এবং কেন?কীভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করা উচিত?
মানুষ হিসেবে নিজেকে ঠিক কোন সময় খুব অসহায় মনে হয়? এবং কেন?কীভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করা উচিত?
- যখন কোনো মানুষকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি এবং যখন দেখি নিজগুণে তাঁরা সেটার সুন্দর করে অমর্যাদা করেছেন, তখনই খুব অসহায় মনে হয় ! ( বাড়ির হোক বা বাইরের )।
- বিশ্বাস ভেঙে গেলে অসহায় মনে হয়। মনে হয় মানুষ এত স্বার্থপর হয় কেন?
ছোট্টবেলায় এই নিয়ে আকাশ পাতাল ভাবতাম। ভাবতাম এমন জায়গায় চলে যাব যেখানে আমায় আর কেউ খুঁজে পাবে না ! নিজের মতো খুশিতে থাকব। তবে এখন সেই ভাবনাটা অনেটাই কমে এসেছে। কিছু কিছু ব্যাপার এখনো ঠিকমতো বুঝতে পারি না !
- মোকাবিলা :
মোকাবিলা আমি নিজেই এখনো ঠিক মতো সব বিষয়ে করে উঠতে পারি নি। তা করা হয় তো সম্ভবও নয় ! কারণ, বড় প্রাকৃতিক দুর্যোগের সামনে অতি বড় সাহসী মানুষও ভয়ে কুঁকড়ে যায় !
তবুও বলব, এই অসহায়তা তাঁরাই কাটাতে পারেন যাঁরা ভাবেন, এই জগতে সব কিছুই অনিত্য। একমাত্র মৃত্যু সত্য। মানুষের চরিত্র বড়ই বিচিত্র। আমি কারো সাথে ভালো ব্যাবহার করলেও যে সে আমার সাথে ভালো ব্যাবহার করবে তার কোনো মানে নেই ! তাঁরা ভাবেন সকলকেই সমান। কেউ ছোট – বড় নয়। নিজের ইগোকে সকলের উপরে রাখা থেকে বিরত থাকবেন ! সব কিছু হাসি মুখে নির্লিপ্ত ভাবে গ্রহণ করবেন ! আর এটা কারা পারবেন বলে দিতে হবে না নিশ্চয়ই ? এটা অর্জন করতে বহু সাধনার প্রয়োজন হয়।
শেষে বলব, আমরা সাধারণ মানুষরা পুরোপুরি অসহায়তার মোকাবিলা করতে পারি না। কিছু না কিছু দুর্বলতা সকলেরই আছে। কেউ ধর্ম বিষয়ে অসহায়তা বোধ করেন; কেউ বা ভালোবাসাতে ! আবার কেউ নিজের প্রতিষ্ঠা নিয়ে ! নানা জনের নানা সমস্যা !
মানুষ শুধু চেষ্টা করতে পারে মাত্র। ভালো গান শোনা, অসহায় মূহুর্তে ভালো মহাপুরুষদের বই পড়া,কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধা আশ্রমে গিয়ে মানুষগুলোকে দেখা। এইসব করলে কিছুটা হলেও অসহায়তা কম হবে।