মাল্টিমিডিয়া কি ?

মাল্টিমিডিয়া কি ?

Add Comment
1 Answer(s)

    মাল্টিমিডিয়া শব্দটি আমাদের অনেকেরই কাছে পরিচিত অথবা অপরিচিত একটি শব্দ। যেহেতু শব্দটির শেষের অংশে মিডিয়া নামক শব্দ রয়েছে, সুতরাং সহজ অর্থে বোঝা যায় এটি পারসোনাল বা মিডিয়া জগতের সাথে জড়িত একটি বিষয়। আর আসলে এর অবস্থান কিন্তু মিডিয়াতেই। শুরুতেই আসা যাক মিডিয়া বলতে কি ধরনের বিষয়গুলো বুঝায়। মিডিয়া বলতে এক কথায় বহুল প্রচলিত ও প্রচারিত তথ্য ক্ষেত্রগুলোকে বুঝায়। উদাহরণস্বরূপ পেপার পত্রিকা টিভি চ্যানেল বিজ্ঞাপন ইত্যাদি । মূলত এগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ও নির্ভরশীল তথ্যগুলোর সন্ধান পাই। এছাড়া বিনোদনের মাধ্যম হিসেবে মিডিয়া আমাদের সকলের কাছে একটি অতি প্ররিচিত নাম। একুশ শতকের এই বিশ্বে সব কিছুতেই যেন অভুতপূর্ব উপস্থাপনার লরাই চলছে। আর এই লড়াই মাল্টিমিডিযাকে কেন্দ্র করেই মাল্টিমিডিযা কোন জটিল বিষয় নয়। সাধারনভাবে একাধিক মিডিয়ার সম্বনয়ই হল মাল্টিমিডিয়া। এটা হতে পারে ইমেজ, টেক্সট, মুভি, ক্লিপ, আর্ট, সাউন্ড এনিমেশনভিত্তিক বিষয়গুলো নিয়ে। পরিবর্তনশীল মানবজীবনে মাল্টিমিডিয়া তার অবস্থান করে নিয়েছে। সুতরাং মাল্টিমিডিযা নির্ভর একুশ শতকের এই ভিজুয়্যাল জগতের সব কিছুতেই বাস্তবতার ছোঁয়া স্পর্শ করুক, মানব সমাজকে বদলে দিক সনাতন ও জরাজীর্ণতার বন্ধনে আবদ্ধ মানব জীবনের সমস্ত ধ্যান-ধারণাকে একুশ শতক আর মাল্টিমিডিয়া মিলে তৈরী হোক এক অগ্রগতির ইতিহাস।

    Professor Answered on March 13, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.