মাসিক চলাকালীন সময়ে নিচের পেটে হালকা হালকা ব্যথা অনুভব হয় কেন?
মাসিক চলাকালীন সময়ে নিচের পেটে হালকা হালকা ব্যথা অনুভব হয় কেন?
Add Comment
এটা মাসিক শুরু হওয়ার ২/১ দিন পূর্বে হতে পারে অথবা মাসিক চলাকালীন নিচের পেটে প্রচন্ড ব্যথা অথবা হালকা হালকা ব্যথা অনুভব হয়ে থাকে। এক্ষেত্রে মাসিক শুরু হয়ে প্রথম ও দ্বিতীয় দিন উপযুক্ত পরিমাণে স্রাবের পর ব্যথার উপশম হতে দেখা যায়। কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিতে পারে। যেমন : জরায়ু বাঁকা, জরায়ুতে টিউমার, ক্যান্সার ইত্যাদি কারণেও ব্যথা হতে পারে। এক্ষেত্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের পর ব্যায়াম করা উচিত। বাধক বেদনার কারণ :
১. গৃহবন্দি জীবন-যাপন
২. অতৃপ্ত কামনা-বাসনা
৩. অসংযমী জীবন-যাপন
৪. সুষম খাদ্যের অভাব
৫. কোষ্ঠকাঠিন্য
৬. অজীর্ণ
৭. মানসিক অস্থিরতা
৮.যৌনাঙ্গের গঠনের গোলমাল