মাসেল বৃদ্ধি করতে প্রতিদিন কি কি খাবার বেশি খাওয়া প্রয়োজন?
মাসেল বৃদ্ধি করতে প্রতিদিন কি কি খাবার বেশি খাওয়া প্রয়োজন?
Add Comment
মাসেল বৃদ্ধি করতে দৈনিক খাবারের পাশাপাশি শরীরচর্চার দিকেও মনোনিবেশ করুন।কেননা মাসেল বৃদ্ধি করতে হলে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।তার জন্য আমিষ ও খনিজ লবণ জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন।কেননা এটা আপনার শরীর ঘাটতি পূরণের পাশাপাশি স্বাস্থ্যও ভালো করবে।তার জন্য খাবারের তালিকায় দুধ,ডিম,সবুজ শাক-সবজি,মাছ,মাংস(বিশেষ করে রানের মাংস,হাড়)।দৈনিক একটা করে সিদ্ধ ডিম খাবেন।আর হ্যাঁ অবশ্যই প্রতিদিন ব্যায়াম করবেন।আশা করি ফল পাবেন।