মাড়ি দিয়ে রক্ত পড়া রোধে কী করতে পারি?
মাড়ি দিয়ে রক্ত পড়া রোধে কী করতে পারি?
Add Comment
দাঁতের মাড়ী থেকে রক্ত পড়া, মুখে দূর্গন্ধ হওয়া এক ধরনের মাড়ীর অসুখ। একে gingivitis /periodontitis বলা হয় রোগের ধরন বুঝে। দাঁতের গোঁড়ায়, মাড়ীর নিচে পাথর জমে( খাদ্যদ্রব্য পচে ব্যাকটেরিয়ার সংক্রমন হয়)শুধুমাত্র ২ বেলা ব্রাশ করলে এই সমস্যা দূর হবে না। সঠিক নিয়মে ২ বেলা ব্রাশ করা, ডেন্টাল ফ্লস ব্যবহার, মাউথ ওয়াশ ব্যবহার, এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। দন্ত চিকিৎসকের কাছে যাবেন। scaling লাগলে করিয়ে নেবেন। সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।