মা দিবসে আমি আমার মাকে কিছু উপহার দিতে চাই, এই বিষয়ে ধারণা দিবেন প্লিজ?
আসছে রবিবারে বিশ্ব মা দিবস। এই দিনে নিজের প্রিয় মাকে সবাই কিছু না কিছু উপহার দিতে চান। আপনিও তার মধ্যে একজন। আসলে আপনি আপনার মাকে কী ধরনের উপহার দিতে পারবেন এটা আপনিই ভালো জানতে পারবেন। কেননা একমাত্র আপনি ভালোভাবে জানেন আপনার মার পছন্দ অপছন্দ। আপনার মায়ের পছন্দের উপর ভিত্তি করে আপনি তাকে সুন্দর একটি উপহার দিতে পারেন। তারপরও এখানে কিছু ধারণা দেয়ার চেষ্টা করা হল।
যা যা দিতে পারেন :
– আপনি যদি একজন চাকরিজীবি হয়ে থাকেন তাহলে আপনার মা কে একটা নেকলেস বা চেইন বানিয়ে দিতে পারেন যেখানে আপনার নামের প্রথম অক্ষর লকেট হিসেবে থাকবে।
– আপনার মা যদি বোরকা পরে থাকেন তাহলে ভালো দেখে নতুন একটি বোরকা কিনে দিতে পারেন।
– প্রায় সব মায়েরাই হাতে বালা পরতে পছন্দ করেন। আপনার মাকেও এক জোড়া বালা বানিয়ে দিতে পারেন।
– আড়ং বা কোনো শপিং মল থেকে ভালো একটা হ্যান্ডব্যাগ কিনে দিতে পারেন।
– আপনার মায়ের রাশির সাথে সামঞ্জস্যপূর্ণ পাথর দিয়ে একটা আংটিও বানিয়ে দিতে পারেন।
– শাড়ি বা প্রয়োজনীয় কোনো উপকরণও উপহার দিতে পারেন।
আপনি যাই উপহার দেন না কেন সেদিন মায়ের পছন্দে একটা কেক আর একগুচ্ছ ফুল উপহার দিতে ভুলবেন না একেবারে। আরও অনেক বেশি ভালো হয় যদি আপনি মায়ের পছন্দের রেসিপিটি নিজ হাতে বানিয়ে মাকে খাওয়াতে পারেন। এর চেয়ে বেশি খুশি তিনি অন্য কিছু পেলেও হবেন না। ধন্যবাদ