মা হাওয়া আঃ কে আল্লাহ তায়ালা কিভাবে তৈরি করেছিলেন এবং কেন ?

মা হাওয়া আঃ কে আল্লাহ তায়ালা কিভাবে তৈরি করেছিলেন এবং কেন ?

Add Comment
1 Answer(s)

    কুরআনে মা হাওয়ার সৃষ্টির বিবরণ দেয়া হয়নি। তবে আদম থেকেই যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তা বলে দেয়া হয়েছে (নিসা ১; রূম ২১)

    এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাহিস সালাম এর জীবন-সঙ্গীনি হিসেবে মা হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাঁড় দিয়ে। সুত্র- (সুরাঃ ৪, আয়াতঃ ১) ও (বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়া, হাদিস নং- ৩০৯৮)

    মা হাওয়া কে সৃষ্টি করার কারণঃ  মানুষ সঙ্গীবিহীন একাকী জীবনযাপন করতে পারে না। সে কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয়। মানবপ্রকৃতি সঙ্গী তালাশ করে। এ কারণেই  আল্লাহ তাআলা আদম আ. এর জন্য মা হাওয়া কে সৃষ্টি করেন, যাতে তিনি তার কাছে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন। তিনি তাকে একা রাখেননি। তিনি ইরশাদ করেন:  هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا  ‘তিনিই সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার   সঙ্গিনীকে, ’ (সূরা আল আরাফ : ১৮৯)।

    Professor Answered on May 12, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.