মিথ্যাবাদী চেনার মনোবিজ্ঞানে কোনো উপায় আছে কি?
মিথ্যাবাদী চেনার মনোবিজ্ঞানে কোনো উপায় আছে কি?
Add Comment
- মিথ্যা কথা চোখে চোখ রেখে বলা মুশকিল, মিথ্যা কথা বলার সময় ব্যাক্তি সাধারণ চোখ সরিয়ে নেয়,চোখের পলক স্বাভাবিক থেকে কম বা বেশি ফেলে,
- মিথ্যা কথা বলার সময় গলার স্বর এ পরিবর্তন করে, স্বাভাবিক এর থেকে উচু – নিচু থাকে,যেখানে থামার কথা না সেখানে থামবে না,আবার যেখানে থামার কথা সেখানে থামবে না,
- শরীর স্বাভাবিক রাখতে চায়,কিন্তু মাঝে মাঝে একটু বেশিই সোজা করে ফেলে,
- মিথ্যা বলার সময় মুখে বা নাকের কাছে হাত দিতে পারে,
- স্বাভাবিক সময়ের থেকে বেশি দ্রুত নিঃশ্বাস নেয়,
- একই শব্দ বারবার বলতে পারে বা তোতলাতে পারে,
- প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দিতে পারে,টপিক চেঞ্জ করার চেষ্টা করবে,
- কথা বলার সময় চুলে হাত,বারবার ঢোক গিলতে পারে,
- সে কথা বলার সময় হঠাৎ কোনো একটি প্রশ্ন করুন,কোনো সহজ প্রশ্ন যেমন “আজ কয় তারিখ” যদি দেখেন একটু ভরকে গেছে তাহলে সেটা মিথ্যা বলার কারণে,
- মিথ্যা বলছে সন্দেহ হলে কথাটা আবার বলতে বলবেন, সত্যিই মিথ্যা বললে আগের কথার সাথে এ কথার খুব সামান্য মিল থাকবে।