মুখের অতিরিক্ত তিল দূর করব কীভাবে?
আমার মুখে আর গলায় অনেক ছোট ছোট তিল রয়েছে। এগুলো দেখতে অনেক খারাপ লাগে। বলা চলে আমার মুখের সৌন্দর্যই নষ্ট করে ফেলেছে এই অতিরিক্ত তিলগুলো। মুখের এই অতিরিক্ত তিল দূর করব কীভাবে?
Add Comment
মুখে অতিরিক্ত তিল হওয়া স্কিন ক্যান্সারের পূর্ব লক্ষণ। তবে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত এই তিলের দাগ কিছু প্রাকৃতিক উপায়ে কমানো যেতে পারে। এর জন্য গরম পানিতে আটার পেস্ট মুখে নিয়মিত লাগাতে পারেন। এছাড়া শসার রসও লাগাতে পারেন। এগুলো মুখের অতিরিক্ত তিলের দাগ হালকা করতে সহায়তা করে।