মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় কি?
মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় কি?
Add Comment
বৃদ্ধির জন্য মুখের উজ্জ্বলতার বৃদ্ধির জন্য এই ফেসপ্যাক টা একবার ইউজ করো
লাগবে এক চামচ কফি পাউডার, এক চামচ গুঁড়ো দুধ ,দু চামচ দুধের সর আর একটুখানি মধু।
মিশ্রণটা ভালো করে মিশিয়ে লাগিয়ে নাও । ১৫ মিনিট ওয়েট করো, তারপর নরমাল জলদিয়ে ধুয়ে নাও ,এভাবে তোমরা সপ্তাহে তিন দিন কর দেখতে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।