মুরগি পালন করার জন্য প্রথমে কী করতে হবে?
মুরগি পালন করার জন্য প্রথমে কী করতে হবে?
Add Comment
মুরগি পালনের জন্য আপনাকে প্রথমেই একটি উপযুক্ত বাসস্থান তৈরি করতে হবে। মুরগির বাসস্থান এমন এক জায়গায় হতে হবে যা রোদ, বৃষ্টি ও ঠান্ডা থেকে মুক্ত এবং খোলামেলা থাকে। মুরগির ঘর তৈরির নিয়ম নিচে দেওয়া হলো :
১.৫ মিটার (৫ ফুট) লম্বা X১.২ মিটার (৪ ফুট) চওড়া এবং ১ মিটার (৩.৫ ফুট) উঁচু ঘর তৈরি করতে হবে ঘরের বেড়া বাঁশের দরজা বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হবে। এছাড়া মাটির দেয়ালও তৈরি করা যাবে। বেড়া বা দেওয়ালে আলো বাতাস চলাচলের জন্য ছিদ্র থাকতে হবে।ঘরের চাল খড়, টিন বা বাঁশের তরজার সাথে পলিথিন ব্যবহার করে তৈরি করা যাবে। এরকম ঘরে ১০-১৫টি মুরগি পালন করা যায়।