মৃত্যু নিশ্চিত বুঝেও কেন আমরা জন্ম গ্রহণ করি?
মৃত্যু নিশ্চিত বুঝেও কেন আমরা জন্ম গ্রহণ করি?
Add Comment
জন্ম ও মৃত্যু এটি এমন একটি জিনিস যেটি আমাদের হাতে থাকে না আপনি শুধু জন্ম নেন কয়দিনের আত্মীয় হিসেবে। এটির আমি একটি উদাহরণ দিচ্ছি,
ধরুন আপনি আপনার কোন এক আত্মীয়ের বাড়ি এক সপ্তাহের জন্য গেলেন এবং তার বাড়িতে গিয়ে তাদের বাথরুম তাদের বেডরুম , কিচেন, আসবার প্রভৃতি ব্যবহার করে থাকেন কিন্তু তার প্রতি কোনো আসক্তিবোধ করেন না কারণ আপনি জানেন আপনি এগুলো কিছুই আপনার না শুধু কয়েকদিনের অতিথি হয়ে আপনি তাদের বাড়িতে এসেছেন কয়দিন পর চলে যাবেন।
ঠিক একই ভাবে আমরাও কয়দিনে অতিথি হয়ে পৃথিবীতে আসি এবং কিছু আমাদের না এটা জানা সত্ত্বেও আমরা জীবনের মায়ায় পড়ে যায় কিন্তু একদিন সব ছেড়ে চলে যায়।