মেঘ কিভাবে আকাশে ভাসে ?

মেঘ কিভাবে আকাশে ভাসে ?

Add Comment
1 Answer(s)

    সুর্যের আলো আর বাতাস সমুদ্র থেকে অনেক পানি জলীয়বাষ্প করে আকাশে তুলে নেয় । সেই জলীয়বাষ্প আকাশে বাতাসের সাথে উঠতে থাকে । একসময় জলীয়বাষ্পের যে ঘনত্ব থাকে সেই ঘনত্বের বাতাসে অবস্থান করে । মেঘের নিচের বায়ুর ঘনত্ব বেশি হওয়ার কারণে বাষ্প বায়ুর উপড়ে ভাসতে থাকে । বাতাসের আদ্রতা বা ভেজা ভাবটা হলো মেঘ । আর জলীয়বাষ্পের কণা গুলো অনেক ছোটা । এই ছোট ছোট কণাগুলো একেরপর এক মিশে ক্রমশ বড় হতে থাকে ।তখন তারা মেঘ হয়ে ভাসতে থাকে । বাতাসের সংস্পর্শে এসে এরা আরো বেশি আদ্রতা টেনে নেয় । এভাবে যখন ফোটাগুলো আরো বড় হয় তখন এগুলো আর ভাসতে পারে না ।

    Professor Answered on September 8, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.