মেমোরি কার্ড একই সাইজের হলেও এতে থাকা GB কম বেশী হয় কেন? এর মধ্যে কী আছে ?

 

মেমোরি কার্ড একই সাইজের হলেও এতে থাকা GB কম বেশী হয় কেন? এর মধ্যে কী আছে ?

 

 

Add Comment
1 Answer(s)
    মেমোরি কার্ডের মেমোরি নির্ভর করে bit সংখ্যার মাধ্যমে। bit সংখ্যা নির্ভর করে কোন scale এ GATE তৈরী করা হচ্ছে সেটার উপর । যদি ছোট scale এ GATE তৈরি করা হয় তাহলে bit সংখ্যা বাড়বে মানে মেমোরি বাড়বে। আর যদি বড় scale এ GATE তৈরি করা হয় তাহলে bit সংখ্যা কমবে মানে মেমোরি কমবে । কিন্তু দুই ক্ষেত্রেই মেমোরি কার্ডের আকার এক।
    Professor Answered on June 30, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.