মেয়েদের প্রতি আসক্তি কাটিয়ে তোলার উপায় কী?
মেয়েদের প্রতি আসক্তি কাটিয়ে তোলার উপায় কী?
Add Comment
- সেক্স কিংবা শারীরিক সম্পর্কের বাইরের জগৎটিকে দেখতে শিখুন। আপনাকে কেউ কেউ সেক্স কেই জীবনের সবকিছু ভাবতে বলবে। প্রকৃতপক্ষে, এটি তেমন কিছুই না।
- পর্ন ফিল্ম কিংবা চটি গল্প টাইপ জিনিসের সাথে যুক্ত থাকলে অবশ্যই এটি থেকে দূরে থাকুন। মনে রাখবেন, দুনিয়ার সবকিছুর ভালো দিক থাকলেও এই দুটির কোনো ভালো দিক নেই। আর, দ্বিতীয়টি প্রথমটি থেকেও আরও মারাত্মক।
- যেকোনো মেয়েকে দেখলে তাকে মেয়ে ভাবার আগে ভাবুন, সে আপনার মায়ের জাতি, সে আপনার মা, সে আপনার বোন।
- বন্ধু-বান্ধবদের সাথে মিলে যদি কোনো মেয়েকে নিয়ে বাজে মন্তব্যের রেওয়াজ চালু থাকে, তাহলে যত দ্রুত সম্ভব, সেই সঙ্গ পরিত্যাগ করুন।
- আপনে যে ধর্মের, সে ধর্ম মেনে চলুন। ধর্মীয় অনুশাসন আমাদের শালীন হতে শেখায়।