মেয়েদের মনস্তাত্ত্বিক কৌশলগুলো কী কী?
মেয়েরা একটু রা’গী হয়, জে’দি হয়, অভিমানীও হয় কারণ এরা বাঁ’কা হা’ড় দিয়ে তৈরি। মেয়েদের আবেগ বেশি ভালোবাসাও বেশি। মেয়েরা যতটা না অভিমানী হয়, তারচেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদের দায়িত্ব সেক্রিফাইস শিখাতে হয় না। এরা পরিস্থিতির স্বীকার হয়ে সবকিছু নিজের মতো শিখে যায়।
একটা মেয়ের বিয়ের পর যখন হুট করে, অচেনা পরিবেশ ও অপরিচিত একজন মানুষের সাথে এক বিছানায় থাকতে হয়।
যখন পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত একজন পুরুষরে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এর চেয়ে বড় আর কোনো সেক্রিফাইস হতে পারে না।
মেয়েরা দায়িত্ব পালনে বিন্দু মাত্রও অবহেলা করে না। একটা মেয়ে জানে তার পরিবারের কোন সদস্যের কি দরকার? সে জানে তার প্রিয়তম স্বামীর কখন কি দরকার? কখন চা দিতে হবে? কখন তাকে একটু সঙ্গ দিতে হবে।তার সন্তানের চাহিদা বাবা-মার চাহিদা সবকিছু সে পরিস্থিতির শিখার হয়ে শিখে যায়।
মেয়েদের মন খুব নরম হয়, এরা সহজেই মানুষকে আপন করতে পারে। সহজেই নিজের মনে অন্য কাউকে স্থান দিতে পারে। কথায় আছে “নরম স্থানে আ’ঘা’ত করলে লাগে বেশি ,,
ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আ’ঘা’ত লাগলে প্রচুর ক’ষ্ট পায়। মেয়েদের খুব যত্নে রাখতে হয়।মেয়েদের আবেগ, আহ্লাদ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।