মেয়েদের মন পাওয়ার উপায় কী?
মেয়েদের মন পাওয়ার উপায় কী?
ধন্যবাদ।
উত্তর দেয়ার আগে মানবজাতির একটা তেতো সত্য বলি।
মানুষ যা সহজে পেয়ে যায় তার কদর করে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।
উপরের দুইটা দোষ এর মধ্যে আপনার মধ্যে এমন দোষ বা প্রবণতা নেই তো?
যদি থাকে তাহলে আপনি সহজে,কঠিনে, লড়াইয়ে, যুদ্ধে কোনোভাবেই মেয়েদের মন পাবেন না,মেয়েদের মন না আপনি কারো মন ই পাবেন না।
এবার আসি আপনার প্রশ্নের উত্তরে
ভাইয়া নারী মন পাইলে তার যত্ন নিতে হবে
নারীর আঘাত সহ্য করার ক্ষমতা থাকতে হবে।নারীর প্রত্যাখ্যান কিংবা জীবনে জায়গা দেয়া সব মেনে নেয়ার মনমানসিকতা থাকতে হবে তবেই আপনি মন পেতে পারেন।
এবার মন কিভাবে পাবেন?
নিচের কাজ গুলো ফলো করুন।
১,ধৈর্য রাখুন
২,ক্যারিয়ারে ফোকাসড হন
৩,ভালোবাসতে শিখুন
৪,অন্ধবিশ্বাসী হবেন না
৫, ধর্মীয় অনুশাসন ফলো করুন।
উপরোক্ত কাজগুলো করলে আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে আপনিও কোনো না কোনো ভালো মনের নারীর মন পেতে পারেন🤍
আসুন মায়া ছড়াই