মেয়েদের মন সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক বা আকর্ষণীয় কিছু কি আপনি বলতে পারেন?

    Default Asked on March 31, 2023 in মানবদেহ.
    Add Comment
    1 Answer(s)
      1. যখন কোনো মহিলা কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয় তখন, সাধারণের তুলনায় সে একটু বেশি জোড় গলায় কথা বলে।
      2. মেয়েরা পুরুষের রূপের থেকে পুরুষের SENSE OF HUMOR এর দ্বারা বেশি প্রভাবিত হয়।
      3. মহিলাদের, পুরুষদের তুলনায় বেশি ভয়ানক এবং অধিক চিন্তাযুক্ত স্বপ্ন এসে থাকে।
      4. মেয়েরা খুব সহজেই একজন পুরুষের শরীরের অঙ্গ-ভঙ্গি দেখে সে (পুরুষটি) কি বলতে চাইছে বুঝে যেতে পাড়ে, কিন্তু একজন পুরুষ এটি পাড়ে না।
      5. মেয়েদের স্বভাব হল, তারা কোনো আঘাত পেলে, চুপচাপ থাকে এবং আপনাকে এড়িয়ে যেতে চাইবে।
      6. পৃথিবীতে কেবলমাত্র ২ শতাংশ মহিলাই রয়েছেন, যারা নিজের রূপে সন্তুষ্ট।
      7. মেয়েদের নিজের গুণগান অনেক পছন্দ। হতে পাড়ে সেই গুণগানটি মিথ্যে, কিন্তু তাতে ওদের কিচ্ছুটি যায়-আসে না।
      8. স্ত্রী-পুরুষ নির্বিশেষে সবার ভাবনাচিন্তা আসে, আর এটাই স্বাভাবিক, কিন্তু পার্থক্য শুধু এই বিষয়টাতে যে, মহিলারা কোনো সাধারণ জিনিস নিয়েও বেশি বেশি চিন্তা করে ফেলে
      9. বুদ্ধিমান মেয়েরা সহজে তাদের জীবন সঙ্গী খুঁজে পায় না। কারণ তারা জীবনসঙ্গী নির্বাচনে অনেক কঠোর হয়। এরা সারাজীবন একা থাকবে, তবুও কোনো বাজে ছেলেকে পাত্তাও দেবে না।
      10. দেখা গেছে যে, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক সংবেদনশীল।
      11. মেয়েরা সর্বদা নিজের প্রেমিকের হাত ধরে হাঁটতে পছন্দ করে।
      12. মেয়েরা সর্বদা নিজেদের চাহিদাকে সরাসরি না বলে, ঘুড়িয়ে-ফিরিয়ে বলতে বেশি পছন্দ করে।
      13. মেয়েদের যে কথাটি সবথেকে বেশি আঘাত দেয় সেটি হল- “তুই কোনো কাজের না”।
      14. এমন অনেক সময় হয়ে যায় যে, সামনে থাকা ব্যক্তি কথা বলতে বলতে হঠাৎ করেই আমাদের মনের কথা বলে ফেলে। কিন্তু মেয়েদের বেলায় এরকম হলে, নিজের অজান্তেই মেয়েদের চোখে জল চলে আসে।
      15. অনেক ছেলেই আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে বন্ধুরা মজা করলেও কিছু বলে না। কিন্তু মেয়েদের বেলায় ব্যাপারটা একদমই আলাদা। মেয়েরা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ মজা করলে কিছুতেই সহ্য করতে পাড়ে না।
      16. বেশিরভাগ মেয়ের কাছে টাকা গুরুত্বপূর্ণ, আবার কিছু মেয়ের কাছে ভালবাসাই সব।
      17. আমাদের সমাজে “তাণ্ডব” নামে একটা কথা আছে, আর এই কথাটা মেয়েদের সাথেই বেশি মানায়। কারণ একজন মেয়ে মুহূর্তেই বিশাল তাণ্ডব সৃষ্টি করার ক্ষমতা রাখে।
      18. মেয়েরা কক্ষনোই নিজের ক্রয় করা জিনিস নিয়ে খুশি হতে পাড়ে না। তারা সর্বদা অন্য মেয়ের কেনা জিনিসেই বেশি ঝোঁক দেয়।
      19. বেশিরভাগ মেয়েদের এমন ছেলে পছন্দ, যারা তাকে প্রায়ই ঘুরতে নিয়ে যাবে, সর্বদা রোমান্টিক কথা বলবে।
      20. একটি রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে প্রতি ৯০ সেকেন্ডে একজন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যান। পূর্বে এই মায়ের মৃত্যু হার আরও অনেক বেশি ছিল, বর্তমানে অনেকটাই কমেছে। তবে আফ্রিকার অনুন্নত দেশ গুলিতে এই হার অনেক বেশি।
      21. আপনি যতই চেষ্টা করুন না কেন, একজন মেয়েকে আপনি কিছুতেই পুরোপুরি বুঝে উঠতে পাড়বেন না।
      22. সাইকোলজি বলে যে, মেয়েরা সেই সমস্ত ব্যক্তির সাথে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলতে পাড়ে না, যাদের তারা পছন্দ করে।
      23. ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে অ্যালকোহল বা HARD DRINK বেশি মাত্রায় প্রভাব ফেলে। একটি রিপোর্ট মোতাবেক, এরফলে মহিলাদের লিভারের সমস্যা দ্রুত দেখা যায়।
      24. জানেন কি, ১০০ বছর বয়সের ঊর্ধ্বে থাকা প্রতি ৫ জন মানুষের মধ্যে ৪ জনই মহিলা। মেয়েদের গড় আয়ু ছেলেদের তুলনায় বেশি হয়। কারণ মেয়েদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় অনেক বেশি হয়।
      25. WYFMAN শব্দ থেকে ইংরেজি Woman কথাটি এসেছে। যার নিহিত অর্থ হল- Wife Of Man.
      26. একজন মেয়ে নিজের রূপ নিয়ে প্রতিদিন মিনিমাম নয় বার ভাববেই ভাববে।
      Professor Answered on March 31, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.