মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন কি?
মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন কি?
Add Comment
- লম্বা মেয়েদের ক্যান্সারের ঝুঁকি বেশি খাটোদের চেয়ে।
- মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী।
- পৃথিবীর মাত্র ২% মেয়ে নিজেকে সুন্দরী মনে করে।
- উন্নত দেশি প্রতি ৬ জনে ১ জন মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়।
- মেয়েরা মিনিটে ১৯ বার চোখের পলক ফেলে আর ছেলেরা ১১ বার।
- উন্নত দেশের মেয়েরা সারা জীবনে ১৫০ প্রকার চুলের স্টাইল করে থাকে।
- চীন দেশে ২০-২২ বছরের ভেতর বিয়ে না হওয়া মেয়েদের “শ্যাং নু” বলে ডাকে,এর অর্থ “বাসি মেয়ে”।
- ১ বছরে পৃথিবীর সব পেশাজীবী মেয়েদের সম্মিলিত আয় ১৮ লক্ষ কোটি ডলার কিন্তু সম্মিলিত ব্যয় ২৮ লক্ষ কোটি ডলার।
- শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সবখানেই মেয়েদের বেতন কম। সব চেয়ে কম বৈষম্য আছে নিউজিল্যান্ড এ, এখানে মেয়েরা ছেলেদের চেয়ে ৫% কম বেতন পায়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীতে ৮ লক্ষ মেয়ে যোদ্ধা ছিল।
- ব্রাজিলের ভিক্টোরিয়া’স সিক্রেট কোম্পানি বলে – পৃথিবীর ৮০% মেয়ে ভুল সাইজের অন্তর্বাস পরে।
- শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দেখে সেটা ছেলের না মেয়ের তা বুঝা যায় কারণ মেয়েদের শরীর থেকে ছেলেদের চেয়ে দ্বিগুণ এমাইনো এসিড বের হয় যা ফিঙ্গারপ্রিন্টে পরিবর্তন করে দেয় কিছু।
- “50 shades of grey” বইটার ৮০% ক্রেতা ছিল মেয়েরা।
- প্রাচীন রোমান মেয়েরা “গ্লাডিয়েটর” দের ঘাম সংগ্রহ করে রাখত এবং সেটা রূপচর্চায় প্রসাধন হিসেবে ব্যবহার করত।
- ১৬৭৮ সালে পৃথিবীর প্রথম একাডেমিক ডিগ্রি পাওয়া মেয়ে হলেন ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের “এলেনা কর্নারো পিস্কোপিয়া”।
- “সেন্ট লুসিয়া” পৃথিবীর একমাত্র দেশ যেটা কেবল মেয়ের নামে নামকৃত।
- কোন মেয়েকে “কি হয়েছে? ” জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় “কিছুনা” তাইলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে।
- এখনো পৃথিবীর ৬০.৩ কোটি মেয়ে স্বগৃহে নির্জাতিত হওয়াকে অপরাধ মনে করেনা।
- একবিংশ শতকেও প্রতি ৯০ সেকেন্ডে ১ জন মেয়ে বাচ্চা জন্ম দিতে মারা যাচ্ছে।
- মেয়েরা রসবোধ সম্পন্ন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারা ছেলেদের পছন্দ করে।