মেয়েরা কি তার পূর্ব প্রেম ভুলে যেতে পারে?
নারী-পুরুষ সম্পর্কের ব্যপারে আগেও দুই-একবার লিখেছি। সবগুলো লেখাই মেয়েদের পক্ষে যায়। তবে, আজকে যা লিখবো, সেটার জন্য মেয়েরা হয়তো ঝাটা-পেটা করতে চাইবে। বরাবরের মতন আকর্ষনীয় গল্প আছেঃ
অনেক দিন আগে কথা। একবার এক যুদ্ধের পরে, সেই যুদ্ধে নিহত বিরোধী দলের যোদ্ধাদের কঙ্কাল কবরাস্থানে ঝুলিয়ে রাখা হলো। এভাবে রাজা নিজের শক্তি প্রদর্শন করেছে। সেই কবরস্থান থেকে কয়েকবার কঙ্কাল চুরি হতে লাগলো। তাতে রাজার ওই শক্তি প্রদর্শনটা নস্ট হবার উপক্রম হয়ে উঠলো। তাই চুরি ঠেকাতে, রাজা ওখানে একজন সেনা সদস্য মোতায়েন করলেন।
সেই সৈন্যর তেমন কোন কাজ নেই, সারাদিন কবরস্থানে বসে থেকে কঙ্কাল পাহারা দেয়। ওটা যদি কোন লোকালয় হতো, তাহলে হয়তো মানুষের আনাগোনা হতো। কবরাস্থানে তো তেমন কেউ আসে না। তাই সেই সৈন্যও সারাদিন একলা বসে থাকে।
কবরাস্থান জনশুন্য হলেও, প্রতিদিন একটি মেয়েকে দেখা যেতো। সেই মেয়েটি একটি কবরের পাশে বসে কাঁদতো। এত সুন্দরী মেয়েটিকে দেখে সৈন্যটি তার সাথে কথা বলতে আগ্রহী হলো। এভাবে দুই-একটি কথা বলে তাদের কথাবার্তা শুরু হলো। জানা গেলো, ওটা ওই মেয়েটির স্বামীর কবর। কয়েক বছর আগে সেই লোকটি মারা গেছে। এতদিনেও মেয়েটি তার স্বামীকে ভুলতে পারেনি। প্রতিদিনই মেয়েটি তার স্বামীর কবরে গিয়ে কাঁদে।
প্রতিদিন কবরস্থানে গিয়ে ওই সৈন্যের সাথে মেয়েটির দেখা হয়। দুজনের প্রতিদিন কথা হয়। এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। মেয়েটি প্রথমে না না বললেও অবশেষে সেই সৈন্যকে বিয়ে করতে রাজী হয়। তারা বিয়ে করে।
বিয়ের পরে ওই সৈন্যটি তার বউকে নিয়ে এমন ব্যাস্ত হয়ে গেল যে, তার কবরস্থানের ডিউটি সঠিকভাবে পালন হচ্ছে না। তেমন অবস্থায় আবারো একটি কঙ্কাল চুরি হয়ে গেল। মাত্র একটি কঙ্কাল চুরি হলেও, বিষয়টি নিয়ে সৈন্যটি বেশ বিপদে আছে। যেমন রাগী রাজা, কে জানে কি করে।
সৈন্যর নতুন বউ, ওই মেয়েটি সবকিছুই জানে। নিজের নতুন স্বামীকে কয়েকদিন ধরে চিন্তিত দেখে ওই মেয়েটি তাকে বুদ্ধি দিলো – কবর খুড়ে আমার আগের স্বামীর কঙ্কালটা বের করে ওখানে ঝুলিয়ে রাখো।
শিক্ষাঃ মেয়েরা পুর্বের প্রেম ভুলতে পারে কিনা, সেটা জানার আগে, মেয়েদের ক্ষমতাটা জানুন।
একটানা ৫ বছর, প্রতিদিন কবরের পাশে গিয়ে কাঁদতে পারে। আবার, সেই কবর থেকে কঙ্কাল বের করে ঝুলিয়ে রাখার বুদ্ধি দিতে পারে।