মেয়েরা কেমন স্বামী পছন্দ করে?
মেয়েরা কেমন স্বামী পছন্দ করে?
Add Comment
- এই ক্ষেত্রে আবেগ ও বাস্তবতা মেয়েদের দুই মেরুর দিকে নিয়ে গিয়ে চিরাচরিত কনফিউজ করে দেয়। তার মধ্যে যারা প্রেম, সৌন্দর্য্য, রুচিবোধ, রসবোধ, বিছানায় পারদর্শী ছেলেতে আগ্রহী তারা মুলত আবেগকে প্রাধান্য দেয় এবং এরা কম বয়সী মেয়ে, ফলাফল নিজেদের সামর্থ্য থাকে না এমন পাত্র খুজে পেতে কিংবা খুজে পেলেও বেশির ভাগ সময় হয় প্রতারিত।
- আর বাস্তব বাদী মেয়েরা খোজে নিরাপত্তা আর্থিক, সামাজিক ও অনাগত সন্তানের ভবিষ্যত তাই তাদের কাছে আগের ক্যাটাগরীর সব কিছুই আকর্ষন করলেও তারা সে পথে এগোয় না। তারা নিজেরাও পছন্দ করে নেয় ধনী অসুন্দর কোন স্বামীকে ।
- কিন্ত কাহিনীর টুইস্ট আছে।সবাই নিয়ম ভাংতে চায়, নদীর এক পাড়ে এসে বলে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। ফলে সুন্দরের প্রেমে মজা মেয়েটি প্রতারিত হয়ে বাস্তবে ফিরে আসে, গাটছড়া বাধে কোন টাকা ওয়ালার সাথে, আগের প্রেমিককে জ্বলাতে।
- আর স্বামী সুখ বঞ্চিত মেয়েটি হাত ধরে কোন ভ্যাগাবন্ডের যার কিছু না থাকলেও আছে মুখ ভর্তি তোষামোদি আর চোখে স্বপ্ন, এই সুখের রাজ্যে সেই বাস্তব বাদী মেয়েটি মাঝে মাঝেই ভাসতে চায় কল্পনার সাগরে।
- এ গল্পের কোন শেষ নেই, তবে নারীর নৈতিকতাবোধ গল্পের একটা সীমারেখা টেনে দেয়, যার একপ্রান্তে থাকে সুখ ,অপর প্রান্তে থাকে একটি সুন্দর প্রজন্ম ও পরিবার